বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার / থানায় বসেই নারীকে যৌন হয়রানির অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত এসআই হচ্ছেন মোঃ আসাদুল।
তার বিরুদ্ধে গত ২৪ মে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন ওই নারী।
এক সপ্তাহ পর সোমবার বিষয়টি জানাজানি হয়।
মামলায় বলা হয়েছে, গত বছরের ২৭ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয়ে সাধারণ ডায়েরি করেন ওই নারী। পরদিন ওই ডায়েরির তদন্তের জন্য আসাদুল বাদীকে থানায় ডেকে নিজের রুমে বসান। এরপর তার শ্লীলতাহানির চেষ্টা করেন।
সে সময় ওই নারীর স্বামী এসে পড়ায় তাকে ছেড়ে দেন।
বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানালে তিনি বিচার করবেন বলে জানান । একই সঙ্গে বিষয়টি নারী এএসআই রুমা পারভীনকে দিয়ে তদন্ত করাবেন বলেও আশ্বস্ত করেন।
কিন্তু ২৩ মে ওই নারী এএসআইকে ফোন দিয়ে জানতে পারেন তিনি অভিযোগের বিষয়ে কিছুই জানেন না। এরপর ২৪ মে তিনি এসআইয়ের বিরুদ্ধে মামলা করেন।
ওই নারীর আইনজীবী আসাদুজ্জামান হাওলাদার জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।
কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, ‘আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।’
এ বিষয়ে কথা বলার জন্য থানা থেকে দেয়া এসআইয়ের নম্বরে একাধিকবার কল দেয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। নিউজ বাংলা