কুয়াকাটার মেয়রের ভাইসহ দুইজন গ্রেফতার - The Barisal

কুয়াকাটার মেয়রের ভাইসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম : মে ৩১ ২০২১, ০৮:২৪
  • 719 বার পঠিত
কুয়াকাটার মেয়রের ভাইসহ দুইজন গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর কুয়াকাটার সাবেক পৌর মেয়র আব্দুল বারেক মোল্লার ছোটভাই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারকারী সেই মোশারেফ মোল্লাকে আবারো গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া মোশারেফ মোল্লার আশীর্বাদপুষ্ট হত্যা মামলার জামিনে থাকা আসামি সামসু ওরফে কোপা সামসুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে।

মহিপুর থানা পুলিশ জানায়, ঢাকার কলাবাগানের ঠিকানার একটি চেক প্রতারণার মামলায় সোমবার সকালে মোশারেফ মোল্লাকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার রাতে মোশারেফ মোল্লার সহচর ও হত্যা মামলার আসামি সামসুকে রাখাইন পল্লীতে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরেছে।

পুলিশ ও স্থানীয়রা আরও জানান, গ্রেফতারকৃত মোশরেফ মোল্লা এর আগে সাংবাদিকের চাঁদা দাবির দায়ের করা মামলায় পুলিশ গ্রেফতার করে। অপর গ্রেফতারকৃত সামসু মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নে মন্নান গাজী হত্যা মামলায় এবং মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়।

সর্বশেষ গোড়া আমখোলাপাড়া রাখাইন পল্লীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর দায়ের করা মহিপুর থানার চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা অভিযোগে জানান, সব ধরনের মাদকের সরবরাহকারী সামসু একটি সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছে।

রাখাইন উন্নয়ন কর্মী প্রকৌশলী ম্যাথুজ বলেন, রাখাইন পল্লীর দরিদ্র রাখাইনদের জিম্মি করে সামসুর নেতৃত্বে একটি চক্র মাদক উৎপাদন ও বিপণনে বাধ্য করছে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান চেক প্রতারণার মামলায় মোশারেফ মোল্লাকে এবং রাখাইনদের দায়ের করা চাঁদাবাজির মামলায় সামসুকে গ্রেফতারের কথা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট