বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইসারি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে দুজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন ইউনিয়ন পরিষদের সচিব শারমিন আক্তার ও স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম।
ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান বলেন, সচিব শারমিন আক্তারের কক্ষে ছিল পুরোনো ফ্যান, সেটা খুলে পড়ে। এতে সচিবের ঠোঁট কেটে গেছে। মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম। তাঁদের দুজনকে চিকিৎসার জন্য বানারীপাড়ায় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
আহত আরিফুল ইসলাম বলেন, চার মাস আগে তিনি জন্মনিবন্ধন কার্ড ঠিক করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু দীর্ঘদিনেও তা ঠিক না হওয়ায় আজ সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে সচিবের সঙ্গে তাঁর কক্ষে কথা বলছিলেন। হঠাৎ সিলিং ফ্যানটি ভেঙে নিচে পড়ে। এতে তিনি ও সচিব আহত হয়েছেন। বর্তমানে দুজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।