বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিএন্ডবি রোডস্থ ওয়ালটন এস ডি এস ইলেকট্রনিক্স শো রুমে ডায়মন্ড উপহারের ছড়াছড়ি চলছে। টিভি, ফ্রিজসহ যে কোন পন্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন ডায়মন্ডের নোচপিনসহ নানা উপহার। নগদ মূল্যছাড়াতো রয়েছেই। গতকাল এলইডি টিভি ক্রয় করে ডায়মন্ডের নোচ পিন উপহার পেলেন স্বপ্না বেগম। একইদিন ফ্রিজ ক্রয় করে ডায়মন্ডের নোচ পিন পেয়েছেন ফেরদৌস গাজি। গতদিন ডায়মন্ড নোচপিন উপহার পেয়েছেন ফারুকউল্লাহ খান। ডায়মন্ড উপহারের সংবাদে সিএন্ডবি রোডস্থ ওয়ালটন এস ডি এস ইলেকট্রনিক্স শো রুমে ক্রেতাদের উপছে পড়া ভিড় লক্ষ করা গেছে।