বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দেশে করোনা ও মৃত্যু দুটোই বেড়েছে। একদিনে ফের শনাক্ত সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৬৮ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।