খান সন্স টেক্সটাইল মিলস খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ - The Barisal

খান সন্স টেক্সটাইল মিলস খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : জুন ২৭ ২০২১, ০৪:৩০
  • 775 বার পঠিত
খান সন্স টেক্সটাইল মিলস খুলে দেওয়াসহ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

অবিলম্বে কাউনিয়া খান সন্স টেক্সটাইল খুলে দেওয়া এবং ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ রোববার বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কারখানার শতাধিক শ্রমিক।
নাদিম আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি দুলাল মল্লিক, কারখানা শ্রমিক রোখসানা আক্তার, মনি বেগম, সাগর কুমার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ৪ দিন বন্ধের কথা বলে ১৮ মাস থেকে এই কারখানা বন্ধ করা হয়েছে। এই কারখানার পরে বন্ধ হওয়া একই মালিকের সোনারগাঁ টেক্সটাইল খুলে দেওয়া হয়েছে, শ্রমিকদের বকেয়া বেতন দেয়া হয়েছে। কিন্তু ১৮ মাস থেকে বন্ধ থাকার পরও কারখানা খোলা বা বকেয়া বেতন দেওয়ার বিষয়ে মালিকপক্ষ কোন আলোচনায় করছে না। ফলে কারখানার প্রায় পাঁচশতাধিক শ্রমিক মানবেতর জীবন যাপন করছে।
তাই অবিলম্বে কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধ না করা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট