বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মৃত্যুঘণ্টা বাজিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে গেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হলে ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। স্পট কিকে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে সুইজারল্যান্ড জায়গা করে নিলো শেষ আটে।
২০০৪ সালের পর সুইজারল্যান্ড ইউরোর কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো। আর টুর্নামেন্টের ফেভারিট ফ্রান্স হৃদপিণ্ডের স্পন্দন থমকে শেষ ষোলতেই।
বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে সুইজারল্যান্ডকে ম্যাচের আগে খুব বেশি কেউ গোনায় ধরেননি। সেই সুইজারল্যান্ড দুই গোলে পিছিয়ে থেকে শেষ মুহূর্তে গোল করা সমতা ফেরাল নির্ধারিত সময়ে। খেলা গড়াল টাইব্রেকারে, সেখানে প্রথম চার কিক সমতায় থাকার পর শেষ কিকটা মিস করলেন কিলিয়ান এমবাপে, আর তাতেই সুইজারল্যান্ড উঠে গেল কোয়ার্টার ফাইনালে।
সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন। আর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স বিদায় নিল দ্বিতীয় রাউন্ড থেকেই।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হলো স্পেন।