বরিশাল ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল নগরীর স্বরোড এলাকায় ওয়ারিশ না জানিয়ে কোটি টাকার জমি বিক্রীর অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম সৈয়দ কাওসার হোসেনের স্ত্রী, ছেলে এবং মেয়ের বিরুদ্ধে। সাবেক উপজেলা চেয়ারম্যান কাওসার হোসেন ২০১৪ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে যান। কাওসার হোসেনের চরবদনা মৌজায় (জেএল নং-৬২, খতিয়ান নং-৩৩৯) ৩ একর ৮২ শতাংশ জমি রয়েছে। ওই সম্পত্তিতে স্ত্রী, ছেলে মেয়েসহ সবার অংশিদারিত্ব রয়েছে। কাওসার হোসেনের ছোট ছেলে সৈয়দ জুলফিকার হোসেন অভিযোগ করেন তার মা মমতাজ বেগম, বড় ভাই সৈয়দ মেহেদি হোসেন (পাট্টি) এবং বোন আজরিন জামান তাকে কোন কিছু না জানিয়ে ২৩ দশমিক ২২ শতাংশ জমি বিক্রী করেছেন। গত ২৭ জুন হারুন নামে এক ব্যক্তির কাছে ওই জমি বিক্রী করা হয়। আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে আমার ভাগ রয়েছে। জমি বিক্রী করতে হলে আমাকে জানাতে হবে। কিন্তু বিক্রীর ব্যাপারে আমি কিছু জানিনা। তারা ষড়যন্ত্র করে আমাকে না জানিয়ে বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রী করেছে এটা বেআইনি। আমাকে ঠকানো হয়েছে। এছাড়া যিনি জমি ক্রয় করেছেন তিনিও অন্যায় করেছেন। কারণ জমি ক্রয়ের পূর্বে তার খোঁজ খবর নেয়া উচিৎ ছিল।