মস‌জি‌দে মস‌জি‌দে পু‌লিশ কর্মকর্তা‌দের প্রচারণা। ১১ জন‌কে ১৭ হাজার টাকা জ‌রিমানা - The Barisal

লকডাউ‌নের ২য় দি‌নে ব‌রিশাল

মস‌জি‌দে মস‌জি‌দে পু‌লিশ কর্মকর্তা‌দের প্রচারণা। ১১ জন‌কে ১৭ হাজার টাকা জ‌রিমানা

  • আপডেট টাইম : জুলাই ০২ ২০২১, ০৪:২৯
  • 705 বার পঠিত
মস‌জি‌দে মস‌জি‌দে পু‌লিশ কর্মকর্তা‌দের প্রচারণা। ১১ জন‌কে ১৭ হাজার টাকা জ‌রিমানা
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রি‌পোর্টার / লকডাউ‌নের ২য় দি‌নেও ব‌রিশা‌লে আইন শৃংখলা বা‌হিনীর ব‌্যাপক তৎপরতা লক্ষ করা গে‌ছে। শুক্রবার ছু‌টির দিন থাকার পরও সড়কগু‌লো‌তে তেমন জন সমাগম দেখা যায়‌নি। ত‌বে কিছু অ‌টো রিক্সা  সিএন‌জি চল‌তে দেখা গে‌লেও সেগু‌লো আট‌কে দি‌য়ে‌ছে পু‌লিশ। করা হ‌য়ে‌ছে জ‌রিমানা।  জুমার নামা‌জের সময় নগরীর মস‌জিদগু‌লো‌তে পু‌লিশ প্রশাস‌নের পক্ষ থে‌কে মাস্ক ব‌্যবহা‌রের ব‌্যতিক্রমি প্রচারণা করা হ‌য়ে‌ছে। 

বরিশালে কঠোর লকডাউনের ২য় দি‌নেও সড়ক মহাসড়‌কগু‌লো প্রায় খা‌লি ছিল। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা বের হন‌নি। দোকানপাঠ, শ‌পিংমল ছিল বন্ধ। ত‌বে  ১ম দি‌নের তুলনায় নগরী‌তে গতকাল মটর সাই‌কেল ও ব‌্যাটা‌রি চা‌লিত অ‌টো, সি এন‌জির সংখ‌্যা‌টি ছিল চো‌খে পড়ার মত।  গন প‌রিবহন বন্ধ থাক‌লেও অ‌লি‌তে গ‌লি‌তে তিন চাকার গা‌ড়ি গু‌লো যা‌ত্রি প‌রিবহ‌নের চেষ্টা ক‌রে‌ছে। লকডাউন বাস্তবায়নে শুক্রবার সকালে জেলা প্রশাসন  থেকে ২ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- জাবেদ হোসেন চৌধুরী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট- মোঃ মুশফিকুর রহমান। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১১ জন ব্যক্তিকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এ‌দি‌কে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ থেকে বরিশাল নগরবাসীকে সুরক্ষিত রাখার প্রয়াসে ব‌্যতিক্রমি উ‌দ্যোগ নি‌য়ে‌ছে পু‌লিশ প্রশাসন।  পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নেতৃত্বে বিএমপি’র ঊর্ধ্বতন  কর্মকর্তারা জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে নগরীর ৩৭০টি মসজিদে স্বাস্থ্যবিধি পালন ও লকডাউন বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে একযোগে সচেতনতা মূলক বক্তব্য প্রচার করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট