২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালে সাত করোনা রোগীর মৃত্যু - The Barisal

২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালে সাত করোনা রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২১, ০৫:৪৬
  • 690 বার পঠিত
২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালে সাত করোনা রোগীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিল। এরা সবাই আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। নতুন করে আরও ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (০৩ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র।
২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজে আরটি-পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৫৪ দশমিক ৭৩। এর আগের দিন ছিল ৫৩ দশমিক ৩৬। ২৪ ঘণ্টায় ১৯০ জন করোনার পরীক্ষা করিয়েছেন। এতে পজিটিভ হয়েছে ১০৪ জনের।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০জন। এর মধ্যে ১জন করোনা পজিটিভ। ছাড়পত্র পেয়েছেন ১৬ জন। এই মুহূর্তে ভর্তি আছেন ১৮২ জন। এর মধ্যে ১৪৮ জন আইসোলেশন ওয়ার্ডে আর ৩৪ জন করোনা ওয়ার্ডে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত এই হাসপাতালে করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৭৫৪ জন। এর মধ্যে ২০৮ জনের করোনা পজিটিভ ছিল। বাকীরা করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিল। এই হাসপাতালে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯শ’৫৬ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১ হাজার ১শ’৮৬ জন।এ পর্যন্ত এই হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৮৯৩ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট