বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিল। এরা সবাই আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। নতুন করে আরও ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (০৩ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র।
২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজে আরটি-পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ৫৪ দশমিক ৭৩। এর আগের দিন ছিল ৫৩ দশমিক ৩৬। ২৪ ঘণ্টায় ১৯০ জন করোনার পরীক্ষা করিয়েছেন। এতে পজিটিভ হয়েছে ১০৪ জনের।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০জন। এর মধ্যে ১জন করোনা পজিটিভ। ছাড়পত্র পেয়েছেন ১৬ জন। এই মুহূর্তে ভর্তি আছেন ১৮২ জন। এর মধ্যে ১৪৮ জন আইসোলেশন ওয়ার্ডে আর ৩৪ জন করোনা ওয়ার্ডে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত এই হাসপাতালে করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৭৫৪ জন। এর মধ্যে ২০৮ জনের করোনা পজিটিভ ছিল। বাকীরা করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিল। এই হাসপাতালে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯শ’৫৬ জন। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১ হাজার ১শ’৮৬ জন।এ পর্যন্ত এই হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৮৯৩ জন।