বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দেশে একদিনে করোনায় মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দুই দিন আগের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৫৯৩ জনে। নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৭ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬০৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৬৮ লাখ ২৯ হাজার ৮৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।