বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্টকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
হামলায় ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট জোভনিল মোইজ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন তার স্ত্রীও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউদে জোসেফ জানান, হাইতির নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেসিডেন্ট মিশেল মার্টেলির পদত্যাগের পর ২০১৭ সাল থেকে ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জোভনিল। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার সময় সরকার বিরোধী আন্দোলনও হয়েছ অনেকবার।