বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু - The Barisal

বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু

  • আপডেট টাইম : জুলাই ১২ ২০২১, ০৫:৫০
  • 678 বার পঠিত
বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল বিভাগে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এ সংখ্যা ২২। এটা এই বিভাগে মৃত্যুর নতুন রেকর্ড। এর মধ্যে ১৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বাকি তিনজন করোনা পজিটিভ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্র জানায়, উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৯ জন ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে। এ ছাড়া করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন বরগুনায় এবং ১ জন ঝালকাঠিতে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭৫ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৬৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের এই সংখ্যা ছিল ৭১০ জন। আর করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৩ জনের।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এই হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে এক দিনে ১৯ জনের মৃত্যুর ঘটনা এটাই প্রথম। এই হাসপাতালের ৩০০ শয্যার করোনা ওয়ার্ডে এখন রোগীদের ঠাঁই দেওয়া কষ্টকর হয়ে পড়েছে। শয্যা ছাপিয়ে রোগীরা এখন ওয়ার্ডের মেঝেতে ঠাঁই নিচ্ছেন। একই সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২২টি শয্যার সব কটিই মুমূর্ষু রোগীতে পূর্ণ। আরও অনেক রোগী আইসিইউর জন্য অপেক্ষমাণ। একই সঙ্গে অক্সিজেনের জন্য রোগীর স্বজনদের হাহাকার চলছে। এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহব্যবস্থা (৯ হাজার লিটারের) ছাড়াও হাসপাতালে ৩০০টি ১২ লিটার (প্রতিটি) ধারণক্ষমতার অক্সিজেন সিলিন্ডার আছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘বর্তমানে হাসপাতালে রোগীর চাপ বেশি। গ্রাম ও জেলা পর্যায়ের হাসপাতালে রোগী না পাঠিয়ে সরাসরি এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা করোনা আইসোলেশন ইউনিটে ২০০ থেকে ৩০০ শয্যা করেছি, কিন্তু তাতেও পরিস্থিতি মোকাবিলা করা যাচ্ছে না।’
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৭৫ জনসহ বিভাগে শনাক্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬৮৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। সাধারণ মানুষ সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা দুঃসাধ্য হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন সংক্রমণ প্রতিরোধের একমাত্র উপায়।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট