বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
অ্যাম্বুলেন্সে বসেই শপথ নিলেন ইউপি চেয়ারম্যান! অ্যাম্বুলেন্সে বসেই শপথ বাক্য পাঠ করছেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। ছবি: বাংলানিউজ
বরিশাল: অ্যাম্বুলেন্সের মধ্যে বসে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এনিয়ে তিনি ওই ইউপিতে তৃতীয়বারের মতো চেয়ারম্যান হলেন।
বুধবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জেলার একাধিকবারের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
একইদিন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করিয়েছেন ইউপি সদস্য মো. ফিরোজ মৃধাকে।
নির্বাচনের দিন (২১ জুন) সহিংসতায় নিহতের ঘটনায় থানা পুলিশ উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ফিরোজ মৃধাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার বিকেলে তিনি (ফিরোজ মৃধা) জামিনে বের হন। বাংলা নিউজ