বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার॥ ২০ ঘন্টা পর বরিশাল বেলতলা ফেরিঘাটের পন্টুন থেকে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ চা দোকানি শাহিন খলিফার লাশ একদিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সকালে নগরীর ভাটারখাল সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
শাহিন খলিফা (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাইন ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার মৃত আছমত আলী খলিফার ছেলে এবং ওই এলাকাতে তার চায়ের দোকান ছিল।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দোকানের মালামাল কিনতে শুক্রবার সকালে বাড়ি থেকে বরিশালে যান শাহিন। দুপুর ২টায় বেলতলা ফেরিঘাটের পন্টুনের মাথায় খেয়ার অপেক্ষায় ঘুমঘুম ভাব নিয়ে বসে ছিলেন তিনি। হঠাৎ পন্টুন থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর কাউনিয়া থানা পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন কীর্তনখোলা নদীতে খোঁজা-খুঁজি শুরু করেন।
ফায়ার সার্ভিসের নৌস্টেশন কর্মকর্তা শারাফাত বলেন, শুক্রবার খোঁজা-খুঁজি করে না পাওয়া গেলেও শনিবার সকালে একটি লাশ ভাসতে দেখে ভাটারখাল এলাকার লোকজন। এরপর খবর পেয়ে সকাল ৮টায় লাশটি উদ্ধার করা হলে শাহিন
খলিফার মৃতদেহ বলে নিশ্চিত হয়েছি।’