বরিশাল ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশাল অঞ্চলের চাষ উপযোগী বিনা উদ্ভাবিত প্রযুক্তি সমূহের পরিচিতি ও চাষাবাদ কৌশল” শীষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ই) ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ট পর্যন্ত বরিশালের বাবুগঞ্জের রহমতপুর পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র প্রশিক্ষণ কার্যলয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে ময়মনসিংহ (প্রশিক্ষণ ও পরিকল্পনা) বিনা পরিচালক ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ (বিনা) মহা পরিচালক ড.বীরেশ কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল ব্রি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সি.এসও ড. মোঃ আলমগীর হোসেন, বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সি.এসও ড. মোঃ সামসুল আলম।
কর্মশালা অনুষ্ঠানের শুরুতে অংশ গ্রহনকারী কৃষি কর্মকর্তাদেরকে (বিনা) বিভিন্ন জাতের ধান.মুগ ডাল ও সরিষা সম্পর্কে ধারনা ও উক্ত ফসলের গুনাবলি তুলে ধরেন বরিশাল আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাবুল আখতার। এসময় প্রধান অতিথি (বিনা) মহা পরিচালক বীরেশ কুমার গোস্বামী বলেন সরকার খাদ্যের পুষ্ঠিগত মানের বৃদ্ধির দিকে যেমন নজর দিচ্ছে সেকারনেই আমাদের বিভিন্ন জাতের ধান উদ্ভাবিত প্রযুক্তির কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের জন সংক্ষা বাড়ছে সেসাথে পাল্লা দিয়ে আবাদি জমির পরমান কমে আসার কারনেই বিনার প্রতি গবেষণার মাধ্যমে বেশী ফলন যাতে পাওয়া যায় তার জন্য কাজ
করে যাচ্ছি। কর্মশালা অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলার ৬০ জন বিভিন্ন উচ্চ প্রর্যায়ের কৃষি কর্মকর্তারা অংশ গ্রহন করে তাদের বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য তুলেন মহা পরিচালকের উর্দ্যেশ্যে।