বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আফগানিস্তানে একের পর এক এলাকা দখলের মধ্যদিয়ে ক্রমেই রাজধানী কাবুলের দিকে এগিয়ে যাচ্ছে তালেবান। বিদ্রোহী গোষ্ঠীটি সর্বশেষ গজনি শহর দখলে নিয়েছে; যা কাবুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে।
দেশটির একজন আইনপ্রণেতার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
তালেবান যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে পুরো দেশ থেকে শিগগিরই বিচ্ছিন্ন হতে পারে রাজধানী শহর। ৯০ দিনের মধ্যে কাবুলের নিয়ন্ত্রণ নিতে পারে তালেবান।
প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহম্মেদ ফকিরী বলেন, গভর্নরের কার্যালয়, পুলিশের কার্যালয় এবং কারাগারসহ শহরের প্রধান প্রধান জায়গাগুলোর দখল নিয়ে তালেবান।