বরিশাল ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিরোজপুরের ইন্দুরকানীতে মেয়ের বাড়ি বেড়াতে এসে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারা বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী বাজারের বেলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম মোড়েলগ্ঞ্জ উপজেলা পুটিখালী গ্রামের মৃত্যু আঃ সোবহান খানের স্ত্রী। তিনি কয়েকদিন আগে ইন্দুরকানী বাজারে তার মেয়ের জামাই বালু ব্যবসায়ী শহিদুল ইসলামের ভাড়া বাসায় বেড়াতে আসেন। শনিবার সকালে বাসার ছাঁদে চালের গুড়া শুকানোর জন্য গেলে মাথা ঘুরে নিচে সিড়ির উপর পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।