বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও উদ্ভূত পরিস্থিতি ‘ভুল–বোঝাবুঝির’ কারণে হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আর এ ঘটনা অল্প সময়ের মধ্যে নিরসন হয়ে যাবে বলেও তিনি মনে করেন।আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যতটুকু জানতে পেরেছেন, অপ্রয়োজনীয় পোস্টার বা বর্জ্য অপসারণের জন্য কিছু লোক গেলে সেখানে ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মামলা যেকারও বিরুদ্ধে হতে পারে। মামলায় কেউ দোষী হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।