বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্কুলগামী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক আগামী সপ্তাহেই শিশুদের টিকা দেয়ার বিভিন্ন কার্যক্রম শুরু করা হবে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার কার্যালয় প্রাঙ্গণে পৌরসভার উন্নয়নমূলক কাজের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যেহেতু স্কুল-কলেজ খুলে দেয়া হয়েছে। কাজেই আমাদের শিশুদের নিরাপদ রাখতে তাদেরও টিকার আওতায় আনতে হবে। শিশুদের উপযোগী আমেরিকার তৈরি ফাইজারের টিকা তাদের দেয়া হবে। সে অনুযায়ী টিকা আনার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।