হিজলায় স্কুলে যাওয়ার পথে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার - The Barisal

হিজলায় স্কুলে যাওয়ার পথে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২১, ০৬:৪৭
  • 696 বার পঠিত
হিজলায় স্কুলে যাওয়ার পথে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের হিজলায় স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আতাউল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি উপজেলার ভারুইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আতাউল্লাহ উপজেলার ভারুইয়া গ্রামের করিম মোল্লার ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো।

হিজলা থানার পরিদর্শক তারিক হাসান রাসেল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে আতাউল্লাহকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় স্কুলে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে আতাউল্লাহ। পরে পরিবারের সদস্যরা স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

এদিকে ধর্ষণের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রশাসনের কর্মকর্তারা অভিযুক্তকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। পাশাপাশি শিশুর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট