বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নিখোজের চারদিন পর চরমোনাইতে নিখোজ সআকুল ছাত্রের লাশ সুপারি বাগান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গেছে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোঃ আনোয়ার হাওলাদার এর ছেলে মোঃ শাকিল গত চার দিন আগে নিখোঁজ হয়। নিখোজের চারদিন পরে মঙ্গলবার বেলা ১২ টার দিকে চরমোনাই ইউনিয়নের রাজারচর পাশের ৫ নং ওয়ার্ডের বট তলা এলাকার একটি সুপারি বাগানের ডোবায় শাকিলের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ডোবা থেকে শাকিলের লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। স্থানীয় সুত্রে জানা যায় শাকিল নিখোঁজ হওয়ার পরে শাকিলের পরিবার থেকে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।