স্টুপিড স্কুপ - The Barisal

স্টুপিড স্কুপ

  • আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২১, ০৬:৪৯
  • 710 বার পঠিত
স্টুপিড স্কুপ
সংবাদটি শেয়ার করুন....

কে আবিষ্কার করেছিল এই স্কুপ শট? তিলেরত্ন দিলশান, মোহাম্মদ আশরাফুল নাকি জিম্বাবুয়ের অ্যান্ডি ব্লিগনাট? আবিষ্কারক যে-ই হোক, এই স্কুপের ভূত চেপে বসেছে মুশফিকুর রহিমের ওপর। ম্যাচের পর ম্যাচ যার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। কিন্তু স্কুপ নামক ভূতের আছর থেকে কিছুতেই মুক্তি মিলছে না।
ভীষণ আবেগী ও এখরোখা মানুষ মুশফিক। তাই ভুল করলেও তাকে কিছু বলা যায় না। কিছু বললে বরং জেদ চেপে বসে তার। সমালোচনা করলে তো উল্টো প্রতিক্রিয়া দেখিয়ে বসেন। ক’দিন আগেও সে উদাহরণ দেখা গেছে। সংবাদ সম্মেলনে সমালোচনার প্রসঙ্গ আনতেই সপাটে ব্যাট চালান মুশফিক। ভরা মজলিসে সমালোচকদের আয়নায় মুখ দেখার কথা বলে দেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায়, আয়না আসলে কার দেখা উচিত?

এই যে এভাবে গুরুত্বপূর্ণ সময়ে হেয়ালি করে আউট হয়ে আসেন, সেটা কী তিনি কখনও ভাবেন? ২০১৬ টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুর সেই যন্ত্রণাদায়ক হার থেকে শুরু করে কতোগুলো সম্ভাবনা তিনি শেষ করে দিয়েছেন, তা কী তার মনে পড়ে?

এই স্কুপ থেকে মুশফিক হয়তো অনেক রান করেছেন। তবে এই শটে অসংখ্যবার ব্যর্থও হয়েছেন তিনি। বরং ব্যর্থতার পাল্লাই ভারী। তারপরও সতর্ক হওয়ার লক্ষণ নেই তার মাঝে। এই ঝুঁকিপূর্ণ শট কখন খেলে? সাধারণত ইনিংসের শেষের দিকে, যখন বল-রানের ব্যবধান অনেক বেড়ে যায়। কিন্তু প্রায়ই তিনি ইনিংসের মাঝপথে এই শট খেলেন। গতকালও এর ব্যতিক্রম হয়নি। ১৩.৩ ওভারের এই শট খেলে বোল্ড হয়ে আসেন তিনি। অথচ তখন বেশ সাবলীলভাবে রান আসছিল। চমৎকার খেলছিলেন তার সঙ্গে তখন উইকেটে থাকা লিটন। সিঙ্গেলস-ডাবলসে রানের চাকা সচল রাখছিলেন তিনি। এমন একটি পরিস্থিতিতে যখন উইকেটে থেকে ম্যাচটাকে আরেকটু ক্লোজ করা দরকার, তখন তিনি আচমকা এই কাজ করে বসেন। সেটাও রবি রামপালের মতো একজন পেসারের বলে!

স্কটল্যান্ডের বিপক্ষেও একই কাজ করেছেন মুশফিক। সেদিনও উইকেটে সেট হয়ে ইনিংসের মাঝপথে স্পিনার গ্রিভসকে স্কুপ করতে গিয়ে বোল্ড হন তিনি। তার এই অবিবেচকের মতো শট খেলতে দেখে ক্রিকইনফোর স্কোর পর্যন্ত হতাশায় বলে উঠেছিলেন- ‘আদৌ কী এখন এর দরকার ছিল?’

তার আরেকটি রোগ হলো রিভার্স সুইপ। ইংল্যান্ডের বিপক্ষে পার্টটাইম স্পিনার লিভিংস্টোনকে রিভার্স সুইপ করতে গিয়ে এলবি হয়ে আসেন তিনি। একের পর এক তার এমন আউট হওয়া দেখে প্রশ্ন জাগে, মুশফিক দলের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারেন না? নাকি তার ব্যক্তিগত জেদের কাছে দল-টল এসবের কোনো মানে নেই?

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট