বিশ্বের ১ নম্বর টেস্ট খেলুড়ে দেশটিই এখন টি২০ বিশ্বকাপের ফাইনালে ! - The Barisal

বিশ্বের ১ নম্বর টেস্ট খেলুড়ে দেশটিই এখন টি২০ বিশ্বকাপের ফাইনালে !

  • আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২১, ১৩:০৮
  • 714 বার পঠিত
বিশ্বের ১ নম্বর টেস্ট খেলুড়ে দেশটিই এখন টি২০ বিশ্বকাপের ফাইনালে !
সংবাদটি শেয়ার করুন....

কি দারুন. কিন্তু বেশিরভাগ দর্শকের জন্যই এটি বিশ্বাস করা কঠিন ছিল। কিন্তু তারপর সব বদলে গেল। ক্রিস ওকসের নতুন বলের স্পেল থেকে নিউজিল্যান্ড তাদের সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড়কে হারিয়েছে। পিচ সবচেয়ে সোজা ছিল না. ইতিহাস বলে ১৬৭ রান এখানে কখনো তাড়া করা হয়নি। এবং ইংল্যান্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, লিয়াম লিভিংস্টোন চার ওভার বোলিং করে ২২ রানে দুই উইকেট ছাড়া কিছুই বলার অপেক্ষা রাখে না। শেষ চার ওভারে নেমে আসে ৫৭ রান। কিন্তু জেমি নিশাম যেন ক্রিজে এলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে এবং যাতে ¯্রফে উড়ে যায় ক্রিস জর্ডান তার করা ১৭ তম ওভারে। এবং এটি ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। আবু ধাবতিে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকটেে হারিয়ে টিটুয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর ফাইনালে নিউজিল্যান্ড প্রবশে করেছে ২০ ওভারে নিউজিল্যান্ডকে ১৬৭ রানরে লক্ষ্য দেয় ইংল্যান্ড। কিউইরা রান তাড়ার শুরুতে লড়াই করেছিলো, কারণ পাওয়ার প্লে তে তারা মাত্র ৩৬/২ করতে পারে। মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন দুজনকইে আউট করে নিউজিল্যান্ডকে ধাক্কা দিয়েছেন পেসার ক্রিস ওকস। পাওয়ার প্লের পরের ১০ ওভারেতারা তোলে ৫৮/২ রান। কিন্তু ৪৮ বলে ৫০ রানের র্পাটনারশিপটি নিউজিল্যান্ডকে ম্যাচে রাখে। তারপর, কনওয়ে ৪৬ রানে আউট হয়ে যাবার পরপরই লিভিংস্টোনের ডাবল স্ট্রাইক নিউজিল্যান্ডকে আরও পিছিয়ে দেয়ার পরইে গ্লেন ফিলিপস তাকে অনুসরণ করনে। প্রথম ইনিংস ব্যাট করতে নামার পর, জনি বযে়ারস্টো এবং জস বাটলারে শুরুতে কয়কেটি বাউন্ডারি হাকান। বেয়ারস্টোর রাত ১৪-এ শেষ হয় কেন উইলিয়ামসন অ্যাডাম মলিনরে বলে র্দুদান্ত ক্যাচ নেয়ায়। ইংল্যান্ড ৭ ওভারে ৪৫/১ তোলে, পরের তিন ওভারে ২২ রান যোগ করে কিন্তু তাদের র্ফমে থাকা ব্যাটসম্যান জস বাটলারের উইকেট হারায় ইশ সোধির বলে ২৯ রানে প্লাম্বরে ফাঁদে পড়ে। তারপর, ডেভিড মালান (৪২) এবং মঈন আলী তৃতীয় উইকেটে ৬৩ রানরে জুটি গড়ে ইংলিশ ইনিংসকে পুর্নগঠন করেন। টিম সাউদি মালানকে আউট করার আগে শেষের দিকে,মঈন আলি’ র প্রথম টি২০ হাফ সেঞ্চুরি ইংল্যান্ডকে ২০ ওভারে ১৬৬ রানের সংগ্রহ এনে দেয়। কিন্তু ১১ বলে নিশামের ২৭ রান পুরো ম্যাচের ভাগ্য বদলে দেয় যার কারণে মিচেল যেন ঝড়ের বেগে মাঠের বাউন্ডারির ঠিকানা খুঁজে পান এবং ৬ বল বাকি থাকতে তিনি ৭২ রানে অপরাজিত থেকে এই মাঠের সর্বোচ্চ রান তাড়া করে এবং ২০১৯ এর বিশ্বকাপের ফাইনালে হারার মধুর প্রতিশোধ তুলে নিয়ে পৌছে যায় ফাইনালে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট