বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল: বরিশালে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাতাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে জেলা ও নগর যুবলীগের নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এদিন সকাল সাড়ে ৯টায় সোহেল চত্বরের দলীয় কার্যালয় সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যুবলীগের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত নেতারা বলেন, যুব সমাজই দেশের শক্তি। আমরা দেশে শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নে কাজ করবো।
নগর যুবলীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কোনো আন্দোলন সংগ্রামে যুবলীগের কর্মীরা সবসময় পাশে থাকবে।