২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র! - The Barisal

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র!

  • আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২১, ০৭:৫৯
  • 741 বার পঠিত
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র!
সংবাদটি শেয়ার করুন....

২০১৯ সালের শুরুতে ওয়ানডে স্ট্যাটাস পায় যুক্তরাষ্ট্র। সে বছরই স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বাদও পায় তারা। এক বছরের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। অবশেষে আলোর মুখ দেখতে চলেছে তারা , ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হওয়ার সম্ভাবনা রয়েছে দেশ দুটির। এমনই আভাস দিচ্ছে ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজ।

২০২৪ সালে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অষ্টম আসরের আয়োজক অস্ট্রেলিয়া হলেও পরের আসরটির আয়োজক এখনও চ’ড়ান্ত করেনি আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের আয়োজক হওয়ার ইঙ্গিত দিয়েছে ক্রিকবাজ।

মূলত ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দিতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার কারণে লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছিল সংশ্লিষ্টরা।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ক্রিকেট ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আইসিসির ইভেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আয়োজিত হবে ২০২৮ অলিম্পিকত। অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে আইসিসি। অলিম্পিকের আগে মার্কিন মুলুকে ক্রিকেটের প্রভাব বিস্তার করতে চায় তারা।ভ মূলত এ কারণেই যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিচ্ছে আইসিসি।
আজ (১১ই নভেম্বর) আইসিসির হেড কোয়ার্টারে ২০২৪ টি- টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য আয়োজকদের নিয়ে আলোচনা করার কথা রয়েছে। আগামী ১৬ই নভেম্বরও বৈঠক বসবে আইসিসির। এই সভাগুলোতে পরবর্তী সাইকেলের ইভেন্ট নিয়ে আলোচনা করা হবে।

১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়ে সাফল্যময় একটি টুর্নামেন্ট উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই সাফল্যে চোখ রেখে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন বুনছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। গত বছর এক সাক্ষাৎকারে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ইয়েন হিগিনস বলেছিলেন, ‘যদি যুক্তরাষ্ট্রে খেলা হয়, প্রত্যেক ভেন্যুর টিকিট শেষ হয়ে যাবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট