বরিশাল ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোটার / শুক্রবার রাতে এশার নামাজের আজান দেয়ার প্রস্তুতি নিচ্ছেলেন খতিব মোঃ ইয়াকুব আলি। এসময় এক দুর্বৃত্ব আকস্মিক হামলা চালায় খতিবের উপর। ধারালো অস্ত্রের আঘাতে কেটে ফেলে তার দুই হাতের কবজি। বরিশাল জেলার, বাবুগঞ্জ উপজেলার, ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম ইসলামপুর জামে মসজিদে নৃশংস এ ঘটনাটি ঘটে। পুলিশ এঘটনায় একজনকে আটক করেছে
আহতের পরিবার জানায়,শুক্রবার রাতে এশার নামাজের আজানের জন্য মসজিদে পৌছেন খতিব ইয়াকুব আলি।
এ সময় সাবেক সর্বহারা নেতা মরহুম ফরিদ মাঝির ছেলে বাবলু বাবু মাঝি পুর্ব থেকে উৎ পেতে ছিল। খতিব মসজিদের সামনে আসা মাত্র ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে। কোপ দিয়ে হাত কর্তন করেন। পরবর্তীতে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ, এসআই মোঃ আওলাদ হোসেন, এএসআই মোঃ জসিম উদ্দিন সিকদার সহ আগরপুর তদন্ত কেন্দ্রের অফিসার স্থানীয় জনতার সহায়তায় বাবলু মাঝিকে একটি বাগানের মধ্যে থেকে আটক করেন।
শনিবার রাত সাড়ে ১২ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বিষয় নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন।