বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালেরমুলাদীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাতে দুর্বৃত্তরা উপজেলার সফিপুর ইউনিয়নের ২৯নং উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি পুড়িয়ে দেয়।প্রাথমিক বিদ্যালয়ের ভবন পুড়িয়ে দেয়ায় শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম জানান, রোববার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করে বিকালে সবাই চলে যান। রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা পুরাতন ভবনটিতে অগ্নিসংযোগ করে। আগুনের লেলিহান শিখা দেখে বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ির লোকজন ডাকচিৎকার দিয়ে লোকজন জড়ো করে আগুন নিয়ন্ত্রণ করলেও ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। ভবনটি পুড়ে যাওয়ায় বিদ্যালয়টির প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম অজ্ঞাতদের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন।