বরিশাল ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিরোজপুরের ভান্ডারিয়ায় ঢাকাগামী লঞ্চের সাথে ট্রলারের ধাক্কায় আব্দুর রশিদ নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
রবিবার বিকেলে উপজেলার পোনা ও কঁচা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ (৬৫) এর বাড়ি জেলার নাজিরপুর উপজেলার বৈঠাকাাটা গ্রামে।
ট্রলারে থাকা ব্যক্তিরা জানায়, পার্শবর্তী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা থেকে গাছের চারা বোঝাই করে ট্রলারটি পোনা নদী দিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি লঞ্চ পাল্লা দিয়ে যাচ্ছিল। লঞ্চ দুইটি উপজেলার পোনা ও কঁচা নদীর মোহনায় পৌছার পর একটি লঞ্চ গাছের চারা বোঝাই ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৫ ব্যক্তি আহত হন। তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রশিদ। এছাড়া গুরুতর আহত কাঠালিয়া উপজেলার গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারকে (৬০) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ৩ জন ভান্ডারিয়ায় চিকিৎসাধীন রয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।