বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রগতি দিনদিন বেড়েই চলছে। এর কারণ হলো মরহুম শায়েখ (রহ.) নীতির প্রশ্নে ছিলেন আপোষহীন। সুতরাং নীতি আদর্শের প্রশ্নে আপোষহীনভাবে আমরা ইসলামকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বরিশালের চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন রোববার সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীদের সুন্নাহভিত্তিক জীবন গঠন করতে হবে। করোনাকালীন সময়ে এই ছাত্র সংগঠন বিভিন্ন মানবিক কর্মসূচী পরিচালনা করেছে, যা প্রশংসার দাবিদার।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, জিএম রুহুল আমীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইউম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।