বরিশাল ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন থেকে দুই কোটি টাকা মূলের তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের বাঁশতলা নতুনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-বরিশালের উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে রিয়াজুল ইসলাম (৪২) ও বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে গোলবুনিয়া গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার (৫৮)।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষকসহ ওই দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর নেপথ্যে কারা আছে জানার চেষ্টা করছি।
উদ্ধার তক্ষকটির দাম দুই কোটি টাকা হবে দাবি করে ওসি বলেন, তক্ষকটি বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।