বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শামীম আহমেদ ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ইল্লা বাসষ্ট্যান্ড এলাকা থেকে প্রায় ১৫ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, মঙ্গলবার ভোর রাতে পটুয়াখালী থেকে ঝাটকা ইলিশ বোঝাই করে পিকআপ ভ্যানটি ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের ইল্লা গাইনেরপাড় নামকস্থানে পিকআপটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ মন ঝাটকা ইলিশসহ পিকআপ ভ্যানটি জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার সকালে জব্দকৃত ঝাটকাগুলো গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলার ২৫টি এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।