মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে- র‌্যাব মহাপরিচালক - The Barisal

মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে- র‌্যাব মহাপরিচালক

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১০:১৪
  • 995 বার পঠিত
মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে- র‌্যাব মহাপরিচালক
সংবাদটি শেয়ার করুন....

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব’র মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সমাজকে মাদকমুক্ত করার দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয়। মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে। মাদক সরবরাহ এবং চাহিদা বন্ধ করতে হবে। সবাই একসঙ্গে এগিয়ে এলে আমরা দ্রুতই মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবো।

pমঙ্গলবার দুপুরে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে ‘বিচ ম্যারাথন’ দৌড়াও বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস- জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক, জঙ্গি-সন্ত্রাসবাদ ও দুর্নীতি-এ তিনটি অভিশাপ। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সমাজকে এ অভিশাপমুক্ত করতে
হবে। শুধু মাদক ব্যবসায়ীই নয় যারা এর পেছনে হুন্ডির মাধ্যমে অর্থায়ন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বেনজির আহম্মেদ আরো বলেন, রোহিঙ্গাদের একটা ছোট অংশ মাদক ব্যবসার সাথে জরিত ছিল। কক্সবাজার র‌্যাব-১৫ প্রতিষ্ঠার পর এক বছরে চল্লিশ লাখ ইয়াবা উদ্ধার ও বন্ধুক যুদ্ধে ৫-৬ জন নিহত হয়েছে। অত্র দক্ষিনাঞ্চলও মাদকমুক্ত করা হবে ইনশাল্লাহ। ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, দৌড়াও বাংলাদেশ’ শিরোনামে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ১০ কিলোমিটার এ ম্যারাথনের আয়োজন করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। এতে অংশগ্রহন করে পটুয়াখালী ও বরগুনার জেলার স্কুল, কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রায় বরো’শ প্রতিযোগী। অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব’র মহাপরিচালক বেনজীর আহমেদ বেলুন ও পায়রা উড়িয়ে বিচ ম্যারাথনের উদ্বোধন
করেন। র‌্যাব বরিশাল-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, পিপিএম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ কল্যান সমিতির সহ সভাপতি মিসেস জীসান মীর্জা। এসময় বরিশাল বিভাগীয় পুলিশ
কমিশনার মো.শফিকুল ইসলাম, বিপিএম,পিপিএম,পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো.মইনুল হোসেন,পটুয়াখালী পৌরসভার মেয়র মো.মহিউদ্দিন আহম্মেদ, কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান সহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তা, টুরিস্ট পুলিশ, স্থানীয় পুলিশ কর্মকর্তা
বৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট