বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দেশের দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচ জেলা প্রশাসক (ডিসি) করোনায় আক্রান্ত হয়েছেন। দুই বিভাগীয় কমিশনারের মধ্যে রয়েছে বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান এবং ৫ ডিসির মধ্যে আছেন পটুয়াখালীর ডিসি মো
ঃ কামাল হোসেন। এছাড়াও আক্রান্তের মধ্যে রয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, চুয়াডাঙ্গা, রাজশাহী ও লক্ষ্মীপুরের ডিসি।
এই জন্য মঙ্গলবার থেকে অনুষ্ঠেয় ডিসি সম্মেলনে তারা উপস্থিত হতে পারবেন না। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
করোনা আক্রান্ত কর্মকর্তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনকে কেন্দ্র করে বিভাগীয় কমিশনার ও ডিসিদের করোনা পরীক্ষা করা হয়। এতে মাঠ প্রশাসনের এই সাত কর্মকর্তার রিপোর্ট পজেটিভ এসেছে।