বরিশাল ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বিপিএল শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরচুন বরিশালের তিনজন—উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান, ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার এবং ব্যাটিং কোচ নাজমুল আবেদিন।
তিনজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে বরিশালের টিম ম্যানেজমেন্ট। তবে পরে আরেক বিবৃতিতে বরিশাল জানিয়েছে, আজ ফিরতি টেস্টে নেগেটিভ হয়েছেন নুরুল। আগামীকাল আবারও টেস্ট করানো হবে তাঁর।
বিবৃতিতে বরিশাল এর আগে জানিয়েছিল, গত ১৭ জানুয়ারির টেস্টে পজিটিভ হন নুরুল। নাজমুল ও মুনিম পজিটিভ হন ১৮ জানুয়ারিতে করা টেস্টে।
নুরুল বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে খেলেছিলেনও নুরুল।বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের অধিনায়কত্বে টস জিতে ফিল্ডিং করছে বরিশাল। নুরুলের বদলে বরিশালের উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করছেন ইরফান শুক্কুর।
দলে তিনজন বিদেশি খেলোয়াড় হলেন—ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আলজারি জোসেফের সঙ্গে ইংল্যান্ডের জেক লিনটট।