বরিশাল ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সাগরে মাছ শিকার করতে গিয়ে নামবিহীন একটি ট্রলারের পাঁচ জেলে গত এক সপ্তাহ ধরে
নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মঙ্গগলবার বিকেলে কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ জেলেরা হলো মো.শিপন হাওলাদার (২১) আলম হাওলাদার (১৮) হাসান সিকদার (১৬) মাফি (১৫) ও রায়হান (১৮) ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার পায়রাবন্দর সংলগ্ন রামনাবাদ চ্যানেলে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজের ঘটনা ঘটে। এদের মধ্যে রায়হান’র বাড়ী বরিশাল। বাকী চার জনের বাড়ী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চাইলতাবুনিয়া গ্রামে ।
নিখোঁজ জেলে শিপন ও আলমের পিতা মো.রফিক হাওলাদার জানান, ঘটনার পর তাদের মোবাইলে ফোন দেয়ার পর সংযোগ না পাওয়ায় তারা কয়েকদিন ধরে সাগরে ট্রলার নিয়ে খুজঁতে যায়। মঙ্গগলবারও দু’টি ট্রলার পাঠানো হয়েছে। তাদের পরিবারের সবাই বিমর্ষ হয়ে পড়েছে বলে তিনি জানান।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।