বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চলতি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফগানিস্তনের রহস্য স্পিনার মুজিব উর রহমান। চট্টগ্রাম পর্ব থেকেই বিপিএল মাতাবেন তিনি। সে লক্ষ্যে আগামীকাল বাংলাদেশে পা রাখবেন আফগানিস্তানের এই বিস্ময় স্পিনার। এমনটাই জানিয়েছেন ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার আলী সেকান্দার।
বরিশালের আরেক তারকা ক্রিকেটার ক্রিস গেইল দলের সঙ্গে যোগ দিয়েছেন একদিন আগেই। খেলে ফেলেছেন একটি ম্যাচও যদিও দলকে জেতাতে পারেননি। তবে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ছিলেন নিজ দলের টপ স্কোরার।
আজ শেষ হচ্ছে ঢাকায় বিপিএলের প্রথমপর্ব। ২৮ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব ২৯ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে রয়েছে বরিশালের ম্যাচ। আর ওই ম্যাচেই মাঠে নামার কথা রয়েছে মুজিবের।