বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে কোস্টগার্ড। শহরে প্রবেশদ্বার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে ঢাকাগামী নিউ অন্তরা ক্লাসিক নামের পরিবহনে এই অভিযান চালোনো হয়েছে। রোববার বিকেলে উদ্ধার অভিযানের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, শনিবার রাতে তাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অবস্থান নেয়। এসময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটিতে থামিতে তারা তল্লাশি করে। এসময় এতে ৮০০ কেজি জাটকা ইলিশ পাওয়া যায়।
এই পুলিশ রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয় এবং তা শহরের বিভিন্ন এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান এই তথ্য নিশ্চিত করেন।’