বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল নগরীতে ভবন থেকে একটি বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার দুপুরে ২০নং ওয়ার্ডের কলেজ এভিনিউ ৩নং গল্লির হেনা কুঞ্জ নামের একটি ভবনের কার্নিশ থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, হেনা কুঞ্জের ভাড়াটিয়া বাসিন্দা মিম শখের বসে একটি বিড়াল লালন পালন করেন দীর্ঘদিন যাবত। রোববার সকাল থেকে বিড়ালটি তৃতীয় তলার বাহির সাইটের কার্নিশে আটকা পড়ে। এরপর সে পরিবারের লোকজন নিয়ে বিড়ালটিকে উদ্ধার করতে চেষ্টা করে। তাতে তারা ব্যর্থ হয়ে দুপুর বেলা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো: ওয়াদুদ বলেন, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে নগরীর কলেজ এভিনিউ এলাকায় এসে একটি পাচঁতলা ভবনের তৃতীয় তলার বাহির দিকের ছানসেট থেকে একটি বিড়াল উদ্ধার করি। উদ্ধার কাজে ৬ জনের একটি দল অংশগ্রহণ করে।