বরিশাল ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দারুণ এক জয় পেলো ফরচুন বরিশাল। এতে ভিক্টোরিয়ানদের টপকে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলে নিলো সাকিব আল হাসানের দল। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৩২ রানে জয় পায় বরিশাল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে বরিশালের সংগ্রহ ছিল ১৫৫/৫। জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইনিংস শেষ হয় ১২৩/৯-এ।
দশম ওভারে হুট করেই নাজমুল হোসেনকে বোলিংয়ে আনলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিজে তখন দুই বাঁহাতি মঈন আলী ও মুমিনুল হক। নাজমুলের অফ স্পিন ‘ফাটকা’টা কাজেও লেগে গেল। শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ দিলেন মঈন, ৮৮ টি-টোয়েন্টির ক্যারিয়ারে তৃতীয় উইকেটটি পেলেন নাজমুল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সাকিব যা করতে চেয়েছেন, সফল হয়েছেন তাতেই।
প্রথমে ব্যাটিংয়ে নেমে সাকিব খেলেছেন ৩৭ বলে ৫০ রানের ইনিংস, দলের সর্বোচ্চ স্কোর সেটিই। এরপর বল হাতে ফিরিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও লিটন দাসকে। ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। সাকিবময় ম্যাচে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৫ রান তোলা বরিশাল কুমিল্লাকে হারিয়েছে ৩২ রানে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে তারা। মাঝে সিলেট সানরাইজার্সের সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়াতেই যা একটু ছন্দপতন হয়েছিল বরিশালের। সেটি বাদ দিলে সাকিবের দল জিতল টানা ৪টি ম্যাচ। অন্যদিকে ৭ ম্যাচে এটি দ্বিতীয় হার ইমরুলের কুমিল্লার।
বিপিএলের শুরু থেকেই বরিশালের ভাবনার কারণ ছিল টপ অর্ডারের ব্যাটিং। আজ প্রধান কোচ খালেদ মাহমুদ ও অধিনায়ক সাকিবের মুখে হাসিই ফুটিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আলো ছড়ানো এ ডানহাতি আজ ২৫ বলে করেছেন ৪৫ রান, ৪টি চারের সঙ্গে মেরেছেন ৩টি ছয়। ৮ বলে ১০ রান করে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে ক্যাচ দিয়ে ক্রিস গেইল ফিরলেও মুনিমের ব্যাটিংয়ে ঝোড়ো শুরু পায় বরিশাল। শেষ পর্যন্ত মঈনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি, তবে ততক্ষণে ৮ ওভারে ৬৯ রান তুলে ফেলেছে বরিশাল। অবশ্য এর আগেই তানভীরের দ্বিতীয় শিকার হয়েছেন নাজমুল।