বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর কবিবাড়ী ব্রিজ নামক এলাকায় আজ শনিবার দুপুরে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক কলেজছাত্র ফেরদৌস বেপারী (১৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এছাড়াও মোটরসাইকেল আরোহী আল-নাহিয়ান, মাহিন্দা যাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী ও চালক আব্দুল হাকিম আহত হয়েছেন।
আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফেরদৌস বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের বাসিন্দা এবং সরকারী আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, থ্রি হুইলার মাহিন্দ্রাটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। দুর্ঘটনাকবলিত দুইটি যানই পুলিশ হেফাজতে রয়েছে।