বরিশাল ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৭ফেব্রুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দু’টি অভিযানে ২৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মহিপুর ইউনিয়নের কমরপুর গ্রাম থেকে মো.হোসেন খান (৩৫) কে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার হয়। এর আগে বুধবার রাতে একই ইউনিয়নের নিজামপুর গ্রামে থেকে ১০ পিচ ইয়াবাসহ নাইম (২৫) কে গ্রেফতার করেছে। তারা দু’জনেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানান।
মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তবে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।