চরমোনাইয়ের মাহফিলে যাওয়ার পথে আ‌ড়িয়াল খা নদী‌তে ট্রলারডুবি, ৩টি লাশ উদ্ধার - The Barisal

চরমোনাইয়ের মাহফিলে যাওয়ার পথে আ‌ড়িয়াল খা নদী‌তে ট্রলারডুবি, ৩টি লাশ উদ্ধার

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০২২, ০৫:৫৯
  • 585 বার পঠিত
চরমোনাইয়ের মাহফিলে যাওয়ার পথে আ‌ড়িয়াল খা নদী‌তে ট্রলারডুবি, ৩টি লাশ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রি‌পোর্টার /ব‌রিশা‌লের চর‌মোনাই মাহ‌ফি‌লে যোগ দি‌তে সিরাজগঞ্জ থে‌কে ছে‌ড়ে আসা যাত্রীবা‌হি ট্রলার আড়িয়াল খাঁ নদে ডুবে গেছে । মঙ্গলবার মধ‌্যরা‌তের এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ব‌রিশাল নৌ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার খোর‌শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌ সদর থানার ও‌সি হাসনাত জামান বলেন, ‘সিরাজগঞ্জ থে‌কে ট্রলা‌রে ক‌রে চর‌মোনাইয়ে মাহ‌ফি‌লে যোগ দিতে আস‌ছি‌লেন মুসল্লিদের একটি দল। চর‌মোনাইয়ের কাছাকা‌ছি আ‌ড়িয়াল খা নদী‌তে ট্রলার‌টি ডু‌বে যায়। এ পর্যন্ত তিনজ‌নের লাশ উদ্ধার হ‌য়ে‌ছে।ত‌বে তা‌দের নাম প‌রিচয় নি‌শ্চিত হওয়া যায়‌নি।’

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে অন্তত ৩০ যাত্রী ছিল। কেউ সাঁতরে তীরে উঠেছেন কি না তা তিনি নিশ্চিত নন।

নৌ ফায়ার সা‌র্ভিস কর্মকর্তা খোর‌শেদ আলম ব‌লেন, ‘রা‌তে ১ টার দি‌কে ট্রলার‌টি ডু‌বে যায়। সকা‌লে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার অ‌ভিযান শুরু করা হয়। চারজ‌নের নি‌খো‌ঁজের খবর ছি‌ল আমা‌দের কা‌ছে। ই‌তোম‌ধ্যে তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।’
এ‌দি‌কে দুর্ঘটনার কারণ জানা না গে‌লেও অ‌নে‌কেই ধারণা কর‌ছেন যাত্রীবাহী কোন লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গে‌ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট