পর্যটকের পদচারনায় মুখর কুয়াকাটার সৈকত - The Barisal

পর্যটকের পদচারনায় মুখর কুয়াকাটার সৈকত

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২২, ০৬:৩৯
  • 593 বার পঠিত
পর্যটকের পদচারনায় মুখর কুয়াকাটার সৈকত
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৫ফেব্রুয়ারি।। পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটার সৈকত। করোনার বিধি নিষেধ তুলে নেয়ার পর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হাজারো পর্যটকের ভীড় জমেছে। বালিয়াড়ীতে অনেকে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। আবার অনেকেই সমুদ্রের নোনা জালে গাঁ ভাসিয়ে উপভোগ করছেন। জিরো পয়েন্ট থেকে শুরু করে গঙ্গামতি, ঝাউবাগান, শুটকি পল্লী, ফিস ফ্রাই মার্কেট, বৌদ্ধ বিহার ও ইলিশ পার্কেও পর্যটকদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। এদিকে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে সৈকতে বিভিন্ন পয়েন্টে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। বেশিরভাগই পিকনিক পার্টি রয়েছে। এরফলে প্রানচাঞ্চ্যলতা ফিরে এসেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। তবে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। করোন পরিস্থিতির করানে দীর্ঘদিন এসব মানুষ ঘর বন্দী ছিলো বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা।
পর্যটক সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ দুইটি বছর ঘর কোনা হয়ে গেছি। এখন করোনার বিধি নিষেধ তুলে নেওয়ায় হয়েছে। তাই পরিবার পরিজন নিয়ে কুয়াকাটায় এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। বাচ্চারা বেশ মজা পাচ্ছে। এছাড়া তারা উপভোগ করছেন সূর্যোদয়-সূর্যাস্তের অপরূপ দৃশ্য। অপর এক পর্যটক মেহেদী হাসান বলেন, অনেক দিনের পরিকল্পনা ছিল,বন্ধুরা মিলে কুয়াকাটায় আসব। তাই আমাদের ২৫ জনের একটি টিম নিয়ে এসেছি। বেশ স্বাচ্ছন্দে আনন্দ উল্লাস করছি।
হোটেল সমুদ্র বাড়ির ব্যবস্থাপনা পরিচালক মো.জহিরুল ইসলাম মিরন বলেন, পর্যটকদের ব্যাপক সমাগম রয়েছে। তাদের হোটেলের একটি রুমও খালি নই। এ আবস্থা আরো দুই দিন থাকতে পারে।
কুয়াকাটা ইলিশ পার্ক ইকো রিসোর্ট’র ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াস তুষার বলেন, করোনার বিধি নিষেধ না থাকায় পর্যটকরা আসতে শুরু করেছে। তাদের রিসোর্ট’র পক্ষ থেকে আগত পর্যটকদের সেবা প্রদান করা হচ্ছে।
ট্যুর অপারেটর এ্যাসোশিয়েশনের টোয়াক’র সাধারন সম্পাদক কেএম জহির বলেন, বিগত দিনগুলোর তুলনায় এখন পর্যটকের সংখ্যা অনেকটা বেশি। অধিকাংশ হোটেলই বুকিং রয়েছে। এ অবস্থা থাকলে হোটেল ব্যবসায়ীরা করোনার ধকল কাটিয়ে উঠতে পারবে বলে তিনি জানিয়েছেন।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট পুলিশ কাজ করছে। এছাড়া দর্শনীয় স্পট গুলেতে তাদের পুলিশ টহলে রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট