বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার ॥ খুচরা সয়াবিন তেল লিটার ২০০ টাকা। অপর দিকে বোতলজাত সোয়াবিন তেলের গায়ের দাম ১৫৫-১৬৫ টাকা। অধিক মুনাঢার লোভে খুচরা ব্যবনায়ীরা বোতলজাত সয়াবিন তেল খুলে ড্রাম বা টিনের জারে ভরে খুচরা হিসাবে বিক্রি করছেন। এ কারনে বরিশালের বাজারে বোতলজাত সয়াবিন তেল উধাও। যাও ২/১টি মিলছে তার আকাশচুম্বি দাম শুনে পিছিয়ে আসছে ক্রেতারা।
আকস্মিকভাবে বরিশাালসহ সারা দেশে সয়াবিন তেলের মূল্য লিটারে ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। অনেকের মতে এটি রেকর্ড মূল্য। কখনই সয়াবিন তেল ২০০ টাকা বা তার অধিক মূল্যে বিক্রি হয়নি।
ব্যসায়ীদের মতে যুদ্ধের কারণে আর্ন্তজাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারনে মূল ব্যবসায়ীরা তেল আমদানি বন্ধ রাখায় বাজারে তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। হু হু করে বাড়ছে তেলের দাম। নতুন বাজরে বশিরউদ্দিন নামের এক ক্রেতা ক্রুদ্ধ কন্ঠে জানালেন রাশিয়া -ইউক্রেন যুদ্ধে বেড়েছে জ্বালানী তেলের দাম। ভ্জ্যো তেলের মূল্য বৃদ্ধিকে তিনি ব্যবসায়ীদের কারসাজি মনে করেন।