বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে এক বসতঘরে ‘বিস্ফোরণের’ পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
সোমবার বিকেল ৪টার দিকে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন সমকালকে জানান, সোমবার দুপুর ২টার স্থানীয় কবির মৃধার বাড়িতে বিস্ফোরণের খবর পান তারা। বিস্ফোরণে টিনের বসতঘর উড়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তা এখনও নিশ্চিত নয় পুলিশ। বাড়ির বাসিন্দাদের কাউকে পাচ্ছে না পুলিশ।
ওসি আফজাল হোসেন বলেন, ‘বিস্ফোরণের সূত্র খুঁজে বের করার চেষ্টা করছি। অনেকে বলছে, বোমা বিস্ফোরিত হয়েছে। কিন্তু পরীক্ষা নিরীক্ষা ছাড়া তা বলা যাবে না।’
স্থানীয় বাসিন্দাদের একজন সমকালকে বলেন, ‘মাদক ব্যবসায়ী কবির মৃধার বাড়িতে দুপুরে বিস্ফোরণ হয়। খুব জোরে বোমা ফাটছে মনে হইল।’