প্রধানমন্ত্রীকে বরণ করতে সাজ সাজ রব রব - The Barisal

প্রধানমন্ত্রীকে বরণ করতে সাজ সাজ রব রব

  • আপডেট টাইম : মার্চ ১৯ ২০২২, ০৭:০২
  • 581 বার পঠিত
প্রধানমন্ত্রীকে বরণ করতে সাজ সাজ রব রব
সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত হয়েছে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। উদ্বোধনের জন্য আগামী ২১ মার্চ উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের উৎপাদন কেন্দ্রের অভ্যন্তরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে বিভিন্ন সাজসজ্জা। এরমধ্যে অন্যতম আকর্ষণ হলো রং বেরঙের আলপনা দিয়ে সাজানো জেলেদের মাছ ধরার ২২০ নৌকা। ইতোমধ্যে এ কাজ শেষে হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের দিন এ নৌকাগুলো বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনস্থলের পাশে রাবনাবাদ নদীতে ভাসবে। আর রং বেরঙের পোশাকে প্রতিটি নৌকায় ৫ জন করে ১১শ’ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলার মহিপুর ইউনিয়নের নজীবপুর গ্রামের আন্ধারমানিক নদীর তীরে বরিশাল চারুকলা বিদ্যালয়ের ১০ জন শিল্পী এ নৌকাগুলোকে প্রস্তুত করেছেন। প্রায় ৪ দিন ধরে ১০ শিল্পী এ নৌকাগুলোকে লাল, সবুজ, নীল এবং হলুদ রঙের কাজ শেষ করেছে। এ গুলো বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে বিভিন্ন শ্লোগান, প্লেকার্ড, ফেস্টুন দিয়ে সুসজ্জিত অবস্থায় সারিবদ্ধ ভাবে থাকবে।
পর্যটন উদ্যোক্তা জলতরনীর স্বত্তাধিকারী আরিফ রহমান জানান, নৌকাগুলো প্রস্তুতের সময় স্বেচ্ছাসেবক হিসেবে চারুকলা শিল্পীদের পাশে থেকে সহযোগিতা করেছি। শিক্ষার্থীর হাতের নিপুন ছোয়ায় নৌকাগুলো বিভিন্ন সাজে সজ্জিত হয়েছে।
কুয়াকাটা মৎসজীবী সংগঠন আশার আলো সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ২২০ নৌকাকে রংবেরঙের ডিজাইন করে সাজানো হয়েছে। প্রতিটি নৌকায় পাঁচ জন করে জেলে থাকবে। বর্তমানে ওই নৌকাগুলো বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে বাঁধা রয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট