বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে দুইজন নারী দালালকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন। আটকদের মধ্যে বরিশালের বাবুগঞ্জের বাসিন্দা সুমাইয়া আক্তারকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা আশা মনি অপ্রাপ্তবয়স্ক হওয়াতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে দণ্ডিতকে পুলিশের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, গ্রাম থেকে আসা রোগীদের শেবাচিম হাসপাতাল থেকে ভুলিয়ে-ভালিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালরা। সেখানে বিভিন্ন পরীক্ষার নামে নি:স্ব করে ফেলে রোগীদের। বিনিময়ে ওই সব ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন পেয়ে থাকে- এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়।
পরবর্তীতে একজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।