বরিশাল ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
স্টাফ রিপোর্টার/
বন্ধুদের নিয়ে বিএম কলেজের পুকুরে সাতার প্রতিযোগিতায় নেমে প্রান হারাল
আলেকান্দা কলেজের ২য় বর্ষের ছাত্র সীমান্ত। ডুবে যাওয়ার দেড় ঘন্টা পর
ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। দুপুর আড়াইটার দিকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আজিমুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সীমান্ত সরকার সরকারি আলেকান্দা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘দুপুর ১টার দিকে ব্রজমোহন কলেজের বাকসু ভবনের সামনের পুকুরে বন্ধুদের নিয়ে সীমান্ত গোসল করতে নামেন। তারা সেখান সাঁতার প্রতিযোগিতা শুরু করলে নিখোঁজ হন সীমান্ত।
‘দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সীমান্তকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনে। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।’