হাসপাতা‌লের টয়‌লে‌টে বাচ্চা প্রসব/ পাইপ ভে‌ঙ্গে নবজাতক উদ্ধার - The Barisal

হাসপাতা‌লের টয়‌লে‌টে বাচ্চা প্রসব/ পাইপ ভে‌ঙ্গে নবজাতক উদ্ধার

  • আপডেট টাইম : মে ০৮ ২০২২, ০০:৩১
  • 485 বার পঠিত
হাসপাতা‌লের টয়‌লে‌টে বাচ্চা প্রসব/ পাইপ ভে‌ঙ্গে নবজাতক উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রি‌পোর্টার/
স্ত্রী সন্তান সম্ভাবা। ভ‌র্তি করা হল হাসপাতা‌লে। বিকা‌লে টয়‌লে‌টে গেল প্রসু‌তি। সেখা‌নেই বাচ্চা প্রসব হল। নবজাতক প‌রে গেল টয়‌লে‌টের ভিত‌রে। স্ত্রীর চ্কিা‌রে ছু‌টে এল স্বামী। দরজা ভে‌ঙ্গে ভিত‌রে ঢু‌কে টয়‌লে‌টের পাই‌পের ভিতর থে‌কে উদ্ধার করা হল নবজাতক‌কে।
হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

নবজাতকের বাবা নেয়ামত উল্লাহ জেলে ও মা শিল্পী বেগম গৃহিণী। তাদের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজার এলাকায়।
নেয়ামত উল্লাহ বলেন, ‘তার গর্ভবতী স্ত্রী গুরুতর অসুস্থ হওয়ায় তাকে শনিবার বরিশাল মেডিক্যালে ভর্তি করা হয়
। ডাক্তার সিজার করার পরামর্শ দেন। বিকেলে অপারেশনের জন্য ওষুধ কিনতে তি‌নি বাই‌রে যান।
ফিরে দেখেন টয়লেটের সামনে ভিড়। আত্মীয়স্বজনরা কান্নাকাটি করছেন।

‘লোকজন জানান, তার স্ত্রী টয়লেটেই সন্তান প্রসব করে দিয়েছে। একজন আমাকে কমোডের মধ্যে হাত দিতে বলেন। আমি পুরো হাত ঢুকিয়েও কিছু পাইনি, কিন্তু পাইপের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের লোকজন বলেন, ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে। কারো অপেক্ষা না করে তি‌নি নি‌জেই দ্রুত কমোডের পাইপ ভেঙে নবজাতক‌কে বের করে আনেন। ভদ্রলোক জানান তার স্ত্রী প্রসববেদনায় টের পায়নি কখন সন্তান প্রসব হয়ে গেছে।

হাসপাতালের পরিচালক জানান, নবজাতকটি শিশুদের বিশেষ সেবা ইউনিটে (স্ক্যানু) ও তার মা প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আন্দোলনের নামে অরাজকতার বিরুদ্ধে স্বাস্থ্য বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পারাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের দুই গ্রুপবরখাস্ত হচ্ছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কহাসপাতাল ছাড়লেন জামায়াত আমিরপ্রাথমিকে আসছে বড় নিয়োগ, নেওয়া হবে ১৭ হাজার শিহাসিনার পক্ষে মামলায় লড়তে জেড আই খান পান্নার টনক নড়েছে শেবাচিম কর্তৃপক্ষের / একসংগে ৪৬ ট্রসাত মাসে ২৫৯ শিশু খুন, নির্যাতনও বাড়ছের‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করল ইসলামী আন্দোলজনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তআমি ইউনূস-হাসিনা দ্বন্দ্বের বলি: টিউলিপফিরছে ‘না’ ভোট